কন্টাক্ট ট্রেসিং

৫০০ টাকার দুর্নীতিতে হাজার কোটির বিপর্যয়!

বিগত কয়েকদিনের খবরে দেখা যাচ্ছে, পাসপোর্টের ঠিকানা ভুয়া হওয়ায় খুঁজে পাওয়া যাচ্ছে না বিদেশ-ফেরত প্রবাসী বাংলাদেশিদের। সেটা ঘটছে প্রবাসী-বাঙালিদের দ্বারা বাহিত এই করোনা বিপর্যয়ের সময়ে। শরীয়তপুর, মাদারিপুর, বরিশাল আর উত্তরবঙ্গের এলাকাগুলোতেই ঘটছে এই ঘটনা। হয়তো অনেকেরই জানা আছে, এই স্থানগুলো বাংলাদেশের জনশক্তি রপ্তানির অন্যতম কেন্দ্র। পাসপোর্টে ঠিকানা দেয়া আছে অথচ স্থানীয় প্রশাসন আর পুলিশের বাহিনী মিলে খুঁজে বের করতে পারছে না এদের। কিন্তু কেন খুঁজে পাওয়া যাবে না পাসপোর্টের ঠিকানায়?