Social Safety

নগর পর্যায়ের দারিদ্র্যের জন্য সরকারের করণীয়

বাংলাদেশের প্রেক্ষাপটে জাতীয় পর্যায়ের দুর্যোগ নতুন কিছু নয়। রাজনৈতিক অস্থিরতা, সামরিক অভ্যুত্থান এবং প্রাকৃতিক দুর্যোগের জন্য আমাদের দেশকে ভীষণ দুর্দশার চিত্রসহ বৈশ্বিক গণমাধ্যমের শিরোনাম হতে হয়েছে বহুবার। এদেশের জনগণ এবং নেতৃত্ব তাদের দৃঢ়তা এবং সফলতার জন্য ব্যাপকভাবে প্রশংসিতও হয়েছে।কিন্তু কোভিড-১৯ কর্তৃক সৃষ্ট লকডাউন পরিস্থিতি কিছুটা ব্যতিক্রম। দীর্ঘকালীন প্রভাবের কারণে এই অচলাবস্থা নিঃসন্দেহে ১৯৯৮’র বন্যা কিংবা বিভিন্ন সময়ের রাজনৈতিক অস্থিরতার থেকে সৃষ্টদেশের বিগত অচলাবস্থাগুলোর তুলনায় বৃহৎ।

করোনার প্রাদুর্ভাবে জটিলতার মধ্যে সামাজিক সুরক্ষা

জেলা/শহর পর্যায়ের দরিদ্রদের তালিকা করতে নির্দেশনা দেওয়া হয়েছে দেশের সর্বোচ্চ পর্যায় থেকে। তালিকা করতে বলেছেন এমন সব নিম্নবিত্ত/নিম্নমধ্যবিত্তদের, যারা হাত পাততে পারছেন না। নির্দেশনা মহৎ। কিন্তু মহৎ হলেই কি সেটা বাস্তবায়নযোগ্য?