সুখ

সুখের খোঁজে ভুটানের থিম্পুতে

আনন্দ খুঁজে নিতে চাইলে কতভাবে খুঁজে নেয়া যায়! জায়গাটা ভুটানের থিম্পু শহরের মোতিথাং নামক এলাকার কাছে। দুই ভাইবোন পুরোনো তার দিয়ে এক অদ্ভুত দোলনা বানিয়ে খেলা করছে। তবে শুধু এই বাচ্চাগুলোই নয়, আমার দেখা ভুটানের প্রায় সব মানুষই বেশ হাসিখুশি – অন্ততপক্ষে প্রাণোচ্ছল!