জাদুকাটা

জাদুকাটা নদীর জাদুর স্রোত

একদল পাগলাটে ভ্রমণসঙ্গীর সাথে গিয়েছিলাম সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জাদুকাটা নদী দেখতে। নৌকা করে পাড়ি দিতে দিতে হঠাৎ প্ল্যানে দলবল নিয়ে হালকা স্রোতের এই নদীতে নেমে পড়েছিলাম। অবশ্যই লাইফ জ্যাকেট সাথে নিয়ে। আমি শহরে বড় হওয়া মানুষ। নদীতে সাঁতারে নামার সৌভাগ্য আগে কখনো হয়নি। তাই জাদুকাটা নদীতে এই জাদুময় সময়টা সারাক্ষণ প্রচন্ড উপভোগ করেছি।