ক্যাপ্রিও

লিওনার্দো দ্য ক্যাপ্রিও এখানে এসেছিলেন

ফাং নাগা আইল্যান্ডের এলাকার পাশেই ফুকেটের মূল এলাকা। ছোট বড় অনেকগুলা দ্বীপ নিয়ে এই ফুকেট। আন্দামান সাগরের উপর দিয়ে নৌকায় করে যেতে যেতে দেখছিলাম বিচ্ছিন্ন দ্বীপগুলা। ছবির এই পাহাড় গুলোকে ক্লিফ বলা হয়। আর এই ক্লিফ এলাকাটার পাশে একটা ছোট্ট বিচ।