জাদুকাটা নদীর জাদুর স্রোত

একদল পাগলাটে ভ্রমণসঙ্গীর সাথে গিয়েছিলাম সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জাদুকাটা নদী দেখতে। নৌকা করে পাড়ি দিতে দিতে হঠাৎ প্ল্যানে দলবল নিয়ে হালকা স্রোতের এই নদীতে নেমে পড়েছিলাম। অবশ্যই লাইফ জ্যাকেট সাথে নিয়ে। আমি শহরে বড় হওয়া মানুষ। নদীতে সাঁতারে নামার সৌভাগ্য আগে কখনো হয়নি। তাই জাদুকাটা নদীতে এই জাদুময় সময়টা সারাক্ষণ প্রচন্ড উপভোগ করেছি।

নদীর এপারে বাংলাদেশ। ওপারে ভারত। ছবিতে যে সারি সারি পাহাড়ের ছবি দেখা যাচ্ছে, সেটা ভারতের অংশ।

সিলেটের কিছু পাহাড়ি অঞ্চলে গেলে আমার রীতিমত আফসোস হয়। মনে হতে থাকে, সবচেয়ে সুন্দর পাহাড় আর পাহাড়ি ঝরণাগুলো মনে হয় দেশভাগের সময় ভারতকে দিয়ে দেওয়া হয়েছে। ধারণাটা অমূলক না মনে হয়।

Nahian Bin Khaled
Nahian Bin Khaled
Research and Policy Enthusiast

My research interests include political economy, public policy, education, social safety net, and program evaluation.

Related